ব্যথা পেলে খবর দিও
হাত কেটে রক্ত পড়ে
দরজার কোনায় নখ উল্টে যায়
তোমরা ব্যথা পাও
টিটেনাস ইঞ্জেকশান দেয়া হয়
সূঁচের লক্ষ্যভেদের যন্ত্রনায় কুঁকড়ে উঠো
ততটুকু কষ্ট যতটুকু ভয়
তোমরা ব্যথা পেলে আমাকে খবর দিও
আমি শুনব না,সান্ত্বনা দিতে পারব না
তোমরা ব্যথা পেলে আমিও ব্যথা পাই
তোমাদের কষ্টে আমিও কষ্ট পাই
ব্যথা পেলে কষ্ট পেলে আমাকে জানিও
আমি ব্যথা পেয়ে কষ্ট পেয়ে তোমাদের সঙ্গী হব
আমি সান্ত্বনা দিতে পারব না
আমার সহানুভূতি তোমাদের কষ্ট লাগব করবে না
আমি শুধু কষ্ট পেতে চাই
তোমাদের সঙ্গী হতে চাই
তাই খবর দিও
Advertisements
মন্তব্য করুন