এড়িয়ে লেখায় যান

Julian Assange-চোর নাকি আদর্শ?

ফেব্রুয়ারি 6, 2011

কুইসল্যান্ডের এক চিপা কোনায় জন্ম…জুলাই মাসের সাথে নামটাও মিল আছে…39 বছর পূর্বে 3 তারিখে লক্ষ শিশু জন্ম নিসে কিন্তু নামকে ভবের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে পারল একজনই:Julian Paul Assange

প্রথম জীবনের হ্যাকার আর পরবর্তী জীবনে সত্যের বাহক…

মূলত আসান্জের জীবন কাহিনী নয় যাস্ট তার কর্ম বিশ্লেষণ করি…

হ্যাকার:এটা এমন শব্দ যে অনেকে চোরও ভাবে…হ্যাকারদের অনেক গর্ভমেন্ট গোপনভাবে ব্যবহার করে…মহান চীনে বিদ্যুতের গতিতে প্রপেশনাল হ্যাকারের সংখ্যা বাড়ছে…বলা হয় চোরকে নয় চুরিকে ঘৃণা করুন…হ্যাকিং এর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় কেননা সব হ্যাকারই কোন না কোনভাবে শিক্ষার মূল ভিত্তির সাথে জড়িত…আসান্জ হ্যাকার ছিল তাই সে এককালের চোর

ঘটনার শুরু:যেভাবেই হোক পেন্টগনের চোখ ফাঁকি দিয়ে আসান্জ দশ লক্ষ ফাইলের বিশাল ভান্ডার যোগার করেছে & প্রয়োজনমত প্রকাশ করছে…হোক সেগুলো যুদ্ধাপরাধের কিংবা কূটনৈতিক গোপন লিলাখেলার

সাম্রজ্যবাদীদের মত:পৃথিবীতে স্থিতিশীলতার জন্য দরকার সম্পূর্ন রাষ্ট্রের নিয়ন্ত্রন…এজন্য কিছু কাজ ব্যতিক্রম হতেই পারে…তা ঢোল পিটিয়ে প্রকাশ করলে সেটা হয় রাষ্ট্রের জন্য হুমকি…মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি সাম্যবস্থায় আছে বলা যায়…অন্যান্য সাম্রজ্যবাদী সময়ে এরচেয়েও খারাফ অবস্থা ছিল…ওবামা-হিলারীর নাজুক সরকারকে এই ঘটনা ঠেলে দিয়েছে অজানা সঙ্কায়…তাই বলা চলে স্থিতীশিলতার জন্যই সাম্রজ্যবাদের স্বার্থে তথ্য গোপন করা চলে

সত্য:নাগরিককে যদি আমরা রাষ্ট্রের ভিত্তি ধরি তাহলে চৌকিদার আর রাজবল্লমের পার্থক্য থাকেনা…তথ্য জানা নাগরিকের মৌল অধিকার…গনতন্ত্রের ভেতরে সাম্রজ্যবাদের চর্চা স্বাধীন মস্তিষ্ক মেনে নিতে পারেনা…আর অধিকার প্রতিষ্ঠায় আসান্জ যে তথ্য প্রকাশ করসে তা সাধুবাদ পাওয়ার যোগ্য…মানব ইতিহাসে এটির মত বড় তথ্য বিপর্যয়ের মুখোমুখি কোন রাষ্ট্র হয়নি…আসান্জ তার কর্মের জন্য সত্যের বাহক হিসেব পরিচিত হল…বলা চলে সে আদর্শ

কোন আসান্জকে বেচে নিবেন?
চোর নাকি আদর্শ

মন্তব্য করুন

কিছু বলেন...